ক্লাসিক লেজেন্ড প্রাইভেট লিমিটেড আজ, শুক্রবার লঞ্চ করল 'JAWA 42' এর ২০২১ ভার্সন। এই গাড়ির দাম করা হয়েছে প্রায় ১ লক্ষ ৮৪ হাজার টাকা। অনিয়ন রেড, সিরিয়াস হোয়াইট এবং অলস্টার ব্লাক বডি কালার ভ্যারিয়েন্ট পাওয়া যাবে এই গাড়িতে।
২৯৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড খুলব সহ ফুয়েল- ইনজেক্টেড ইঞ্জিন রয়েছে এই গাড়িতে।এই গাড়ির ওজন ১৭২ কেজি।
একটি মন্তব্য পোস্ট করুন